মুক্তাগাছা আব্বাছিয়া কামিল মাদরাসা

       মুক্তাগাছা আব্বাছিয়া কামিল মাদরাসার গ্রন্থাগারটি প্রতিষ্ঠান শুরু লগ্ন থেকেই প্রতিষ্ঠিত হয়। গ্রন্থাগারটি ২০ ফুট দের্ঘ্য ও ২০ ফুট প্রস্থ। গ্রন্থাগারে ৫ টি আলমিরা, ৩ টি বুক সেলফ ও সেমিনার কক্ষের চেয়ার, টেবিল রয়েছে। মাদরাসার গ্রন্থাগারে সিলেবাস ভুক্ত কুরআন, হাদিস, আরবি, ইতিহাস, বিজ্ঞান, কম্পিউটার,রেফারেন্স গ্রন্থ ইত্যাদি বিষয়সহ মহান স্বাধীনতা, মুক্তিযুদ্ধ বিষয়ক দলিল পত্রাদি সংক্রান্ত বই পত্র, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবনী, মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা শ্রেষ্ঠ-১০০ ভাষন স্মারকসহ মোট -২৩৭৫  টি গ্রন্থ রয়েছে। মাদরাসা গ্রন্থাগার থেকে বই উত্তোলন, জমা, প্রতিদিন ছাত্র-ছাত্রীদের বই পড়াসহ সরকারি বই (১ম- শ্রেণি - ৯ম শ্রেণি পর্যন্ত) বিনা মূলে বিতরন করা হয়। গ্রন্থাগারের সংগ্রহ সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। গ্রন্থাগারের বই ক্রয়, দান, সৌজন্য সংখ্যা, সরকার কর্তৃক প্রদেয় গ্রন্থাবলী সংগ্রহ করা হয়। গ্রন্থাগারের আরও সমৃদ্ধির প্রয়োজন।