শেখ রাসেল ডিজিটাল ল্যাব

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাব স্থাপন প্রকল্পের আওতায় মুক্তাগাছাা আব্বাছিয়া কামিল (স্নাতকোত্তর) মাদ্রাসায় তথ্য ও যোগযোগ প্রযুক্তি অধিদপ্তর, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় ২০১৭-২০১৮ অর্থবছরে শেখ রাসেল ডিজিটাল ল্যাব অনুমোদিত হয়। শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপনের পর থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে কম্পিউটার শেখার আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। কম্পিউটার শিক্ষার এক অভিনব পরিবেশ সৃষ্টি হয়েছে। সৃষ্টি হয়েছে ডিজিটাল শিক্ষার। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় শিক্ষার এই সুদুর প্রসারী সুযোগ সৃষ্টি করার জন্য মুক্তাগাছা আব্বছিয়া কামিল (স্নাতকোত্তর) মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিক মোবারক বাদ জানাচ্ছি।