মৃত্যুঃ ১৯৭৪ খ্রিঃ
মুক্তাগাছা আব্বাছিয়া কামিল মাদরাসা, মুক্তাগাছা, ময়মনসিংহ ।
বৃটিশ আমল থেকে গোটা ভারতবর্ষে পরিচিত জমিদার অধ্যুষিত মুক্তাগাছার প্রাণকেন্দ্রে অবস্থিত আব্বাছিয়া কামিল স্নাতকোত্তর মাদরাসা একটি ঐতিহ্যবাহী ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান। সুশিক্ষাই পারে সমৃদ্ধ আগামীর ভিত্তি গড়ে তুলতে। আর সেই সুশিক্ষা অর্জন করতে হয় একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান থেকে। মুক্তাগাছা আব্বাছিয়া কামিল স্নাতকোত্তর মাদরাসা যুগ যুগ ধরে কর্মঠ, চৌকস ও মেধাবী প্রজন্ম উপহার দিয়ে আসছে। তারই ধারাবাহকিতায় এখানকার শিক্ষার্থীরা দেশে-বিদেশে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে নিয়োজিত থেকে সুনাম অর্জন করে চলেছে। মাদরাসাটি ১৯৩৩ সনে প্রতিষ্ঠিত হওয়ার পর হাটি হাটি পা পা করে ৭৫ টি বসন্ত পার করে প্লাটিনাম জয়ন্তী উদযাপন করেছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। ৭৫বর্ষ পূর্তি উদযাপন ব্যবস্থপনার সংশ্লিষ্ট সকল কমিটি এবং স্বরণিকা প্রকাশের সাথে জড়িত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি সকল প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের, যাদের অংশগ্রহণে দিনটি সাফল্যমণ্ডিত হয়েছিল।
মুক্তাগাছা আব্বাচ্ছিয়া কামিল স্নাতকোত্তর মাদরাসাটি বৃহত্তর ময়মনসিংহের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের অন্যতম। মাদরাসাটি ১৯৩৩ সালে প্রতিষ্ঠিত ১৯৪৬ সালে আলিম, ১৯৫৯ সালে কামিল, ১৯৮৩ সালে দাখিল ও আলিম বিজ্ঞান মঞ্জুরী প্রাপ্ত এবং সর্বশেষ ২০১৭ সালে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃক অর্নাস র্কোস অনুমোদন প্রাপ্ত হয়ে যুগ যুগ ধরে আলোকিত মানুষ তৈরি করে চলছে। যাদের অনেকেই জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম বয়ে এনেছে।
মহান আল্লাহ পাকের অশেষ করুণায় ২০০৪ সাল থেকে সুষ্ঠূ পরিচালনাসহ এর মনোউন্নয়ন ধারায় নিজেকে নিয়োজিত রাখতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
প্রযুক্তি নির্ভর বাংলাদেশের এ ডিজিটাল যুগে ধর্মী্য় মুল্যবোধ সম্পন্ন সুনাগরিক গঠনে মুক্তাগাছা আব্বাচ্ছিয়া কামিল মাদরাসার অবদান অনস্বীকার্য্। যাদের আন্তরিক প্রচেষ্টা ও দোয়ায় মুক্তাগাছা আব্বাচ্ছিয়া কামিল মাদরাসা আজও তার ঐতিহ্য বহন করে চলেছে তাদের সকলের প্রতি বিশেষ করে মাননীয় এমপি , সম্মানিত অতিথিবৃন্দ, গভনিং বডির সদস্য বৃন্দ, শিক্ষক কর্মচারী, সাবেক ও বর্তমান ছাত্রছাত্রী, অভিভাবক ও এলাকার সর্বস্তরের জনগণকে আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই সাথে মাদরাসার প্রতিষ্ঠাতা মরহুম আব্বাছ আলী চেয়ারম্যানসহ প্রয়াত সকল অধ্যক্ষ, শিক্ষক কর্মচারী ও সংশ্লিষ্ট সকলের রুহের মাগফিরাত কামনা করছি। আমিন।